আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাত বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সাত বীর মুক্তিযোদ্ধার নামে নির্মাণ করা সড়ক গত ৫ জুলাই মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ইউডিএফ, এলজিএসপি, উন্নয়ন সহায়তা তহবিল ও স্থাবর সম্পত্তি হস্তান্তরকৃত বাবদ আদায়কৃত অর্থে ৫৫ লক্ষ টাকা ব্যয়ে এসকল সিসি ও আরসিসি সড়ক নির্মাণ করা হয়। নির্মিত সড়কগুলো হচ্ছে রূপগঞ্জ বীর মুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিন আহম্মেদ সড়ক, দক্ষিণবাগ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সড়ক, বাগবের বীর মুক্তিযোদ্ধা মারফত আলী সড়ক, গোয়ালপাড়া বীরমুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন সড়ক, গোয়ালপাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী সড়ক, পিতলগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সড়ক, জাঙ্গীর পশ্চিমপাড়া বীর মুুক্তিযোদ্ধা হুমায়ুন কবির সড়ক।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে এসকল সড়ক উদ্বোধন করেন। গুতিয়াবো আগারপাড়া চন্ডিমাতা পীঠস্থান মন্দির প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ রেজাউল হক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউপি সদস্য আওলাদ হোসেন, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন দোলন, মোর্শেদ আলম, মনির হোসেন, খোরশেদ আলম, জাহানারা আক্তার, জাকিয়া সুলতানা, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র সরকার প্রমুখ। পরে মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।