আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৩২৩০ লিটার ডিজেলসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে ৩ হাজার ২৩০ লিটার চোরাই জ্বালানী তেলসহ মো. দেলায়ার হোসেন (৩৮) এবং মো. সজিব (৩৫) নামে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গতকাল (বৃহস্পতিবার) সকালে তারাবো বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত দেলায়ার হোসেন সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকার মৃত রতন মিয়ার ছেলে এবং মো. সজিব বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন পূর্ব রাজাখালী এলাকার শেখ ফরিদের ছেলে। তারা উভয়ই চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল ডিজেল সংগ্রহ করে কেনাবেচা ও সরাবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।