আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কারাগারে দেওভোগের রাসেলের মৃত্যু

নারায়ণগঞ্জে মাদক মামলায় গ্রেফতার রাসেল মিয়া (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বেলা পৌনে বারোটার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাসেল মিয়া ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মাহবুবুল আলম জানান, ফতুল্লা থানার একটি মাদক মামলায় গ্রেফতারের পর তাকে ১৬ জুন জেলা কারাগারে পাঠান আদালত।

১৭ জুন সকাল থেকেই অসুস্থবোধ করায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল রাসেল। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর ওই হাজতির মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয় ওই হাজতিকে। বুকে ব্যথা ছিল তার। হাসপাতালে আনার ১৫-২০ মিনিট পর সে মারা যায়। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘রাসেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও তাকে মাদকসহ গ্রেফতার হয়েছিল। গত ১৬ জুন সকালে ৪০০ গ্রাম গাঁজাসহ রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।’

মামলা সূত্রে জানা গেছে, ফতুল্লা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. রাসেল মিয়া গোপন সংবাদেও ভিত্তিতে পশ্চিম দেওভোগ নূও মসজিদ ডেকোরেটর গলির সামনে থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ মো. রাসেল মিয়া (৩৬) কে গ্রেপ্তার করে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সোহাগ সাহা রাসেলকে প্রাথমিজ জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠিয়ে দেয়।

(সংবাদচর্চা/১৯জুন/এমএল)