সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর বিহারীদের হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০/৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ১৪ জুন বিকালে সিদ্ধিরগঞ্জ থানার এসআই তন্ময় মন্ডল বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে শুক্রবার (১০ জুন) আদমজী শাহী জামে মসজিদে জুম্মার নামাজে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক হামলার শিকার হোন। ওই মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০/১২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৩২ জন আসামীকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে বিহারী ক্যাম্পের বাসিন্দারা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। ১৩ জুন সকাল ৮টা থেকে দশটা পযর্ন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরিসিইথতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও অর্ধশতাধিক টিয়ারশেল নিক্ষেপ করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই তন্ময় মন্ডল বলেন, এ ঘটনায় আজ বিকালে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
(সংবাদচর্চা/১৪জুন/এমএল)