নারায়ণগঞ্জে সদ্য নির্মিত একটি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে নগরীর জল্লারপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের লেকে গোসল করতে গিয়ে এমন মৃত্যুর ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি স্থানীয়দের সহায় মৃতদেহ দু’টি উদ্ধার করতে সক্ষম হয়।
নিহতরা হলেন, পশ্চিম দেওভোগ এলাকায় ইমতিয়াজ আহমেদ (১৪) ও মিহাদ হোসেন (১৩)। তারা দুই জনই দেওভেগ মাদ্রাসায় পড়াশোনা করে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত কওে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, জুম্মার নামাজের সময় ওই দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘন্টা খানেক পরে মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। তবে আরেক শিশু ইমতিয়াজ নিখোঁজ থাকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লেক থেকে তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
নিহত ইমতিয়াজের বাবা ইকবাল খান জানান, দুপুরে জুম্মার নামাজ পড়তে বাসা থেকে বের হয় ইমতিয়াজ। নামাজ শেষে হলেও সে বাড়িতে ফিরে আসেনাই। বিকাল তিনটার দিকে খবর পাই আমার ছেলের সহপাঠীর লাশ পাওয়া গেছে জল্লার পাড় লেকে। সেখানে গিয়ে জানতে পারি আমার ছেলেও পানিতে নেমেছিলো। এরপর ফায়ার সার্ভিসের লোকজন আইসা লাশ উদ্ধার করছে।
(সংবাদচর্চা/৩জুন/এমএল)