আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগুনে পুড়েছে বিএনপি কার্যলয়সহ ৫ দোকান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে বিএনপি কার্যাল। বুধবার দিবাগত রাতে উপজেলার বারদী বাজারের বিএনপি কার্যালয়ে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। এ সময় অগ্নিকান্ডে পুড়ে গেছে স্থানীয়দের আরো ৫টি দোকান। এই অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারদী আশ্রমে উৎসব ও মেলা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বারদী বাজারের দোকানিরা দোকানে বাহারি পণ্য মজুত করেছিলেন। রাতে দোকানগুলোতে হঠাৎ আগুন লেগে গেলে গ্রামবাসী প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে স্থানীয় বিএনপির পরিত্যক্ত একটি কার্যালয়সহ পাঁচটি আধাপাকা দোকান আগুনে পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনারগাঁ উপেজলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘বারদী বাজারে আমাদের ইউনিয়ন বিএনপির কার্যালয়টি আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা আমরা এখনও জানতে পারিনি।’