নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে স্বর্ণালংকারসহ প্রায় ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ভোলাবো ইউনিযনের মোচারতালুক গ্রামে ব্যবাসয়ী আব্দুর রউফ মিয়ার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কলেজ ছাত্রসহ অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে জমি দখলকে কেন্দ্র করে এমন হামরার ঘটনাটি সংঘটিত হয়েছে।
আব্দুর রউফ মিয়া সংবাদমাধ্যমকে জানিয়ছেন, জমির দখলকে কেন্দ্র করেই আমার বাড়ীতে সন্ত্রাসী দলের প্রায় ২০ থেকে ২২ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে নেক্কার জনক হামলা করে। সন্ত্রাসীরা ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের হামলায় তার বোন মরিয়ম, মেয়ে নরসিংদী সরকারি কলেজের স্নাতকের ছাত্রীা শাহনাজ আক্তার, রেজুয়ানা, ভাতিজা ওমর ফারুক, নাতি ইসমাইল, ভাগনি খালেদা আহত হয়। তাদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুর রউফ বাদী হয়ে স্থানীয় আওলাদ হোসেন আলো, শামিম মিয়া, আবদুল লতিফ, আজিজুল, রিপন মিয়া, নাইম, শাওন, সোহেল, সজীব মিয়া, কালা মনির, রাজু, সাহানাজ, শান্তাকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ। সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।