আজ বৃহস্পতিবার, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদেশী মদ ও গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার

র‌্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ৩৪ বোতল বিদেশী মদ ও ১৮ কেজি গাঁজাসহ ইব্রাহীম ও হেলাল নামের দুই যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বন্দর উপজেলার মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ওই দুই যুবককে আটক করে। এ সময় আটক যুবকদের দখল থেকে বিদেশী মদ ও মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার সদর থানার পায়রা বন্দর (বটতলা), চান্দুখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ইব্রাহীম খলিলুল্লাহ, পটুয়াখালী জেলার বাউফল থানার লক্ষীপাশা গ্রামের মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল (২২)।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বন্দর থানায় আটক যুবকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

সর্বশেষ সংবাদ