আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বতন্ত্র প্রার্থী হলেন বাবু

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

মঙ্গলবার (১৭ মে) সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। আরিফ মাসুদ বাবু সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি ও জাতির জনকের ঘনিষ্ঠ সহচর সাজেদ আলী মোক্তারের ছেলে। বাবু এবার দলীয় মনোনয়ন বঞ্চিত । সে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দিয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, আহবায়ক কমিটির সদস্য ডা: আবু জাফর চৌধূরী বিরু, আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহামুদ সহ দলীয় নেতাকর্মীরা। ক্ষমতাসীন দলে চরম কোন্দল। নৌকার বিপক্ষে একাধিক প্রার্থী। কে জিতবে তা সময় বলে দেবে। আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।