সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপিতে সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাদের আবারও কোণঠাসা করার প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠেছে। সুত্রের খবর নারায়ণগঞ্জে একাধিক সংস্কারপন্থী নেতা রয়েছে। তাদেরকে মানছে না বিএনপি।
গত ১৪ মে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জের কয় জন বিএনপির সংস্কারপন্থী নেতা আছেন তা নিয়ে কথা হয়। সংস্কারপন্থীদের কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, দুঃখজনক এখানকার (নারায়ণগঞ্জের) একজন বিএনপির টিকেটে এমপি -মন্ত্রী হয়ে ওয়ান ইলেভেন পার্টিতে যোগদান করে। আওয়ামী লীগ ওয়ান ইলেভেন সরকারের বিচার করে নাই।
সুত্রের খবর সোনারগাঁয়ের রেজাউল করিম বিএনপির টিকেটে এমপি ও মন্ত্রী হয়। সে বিএনপির সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। তার অনুগতদের সংস্কারপন্থী বলা হয়। তার মধ্যে কেউ কেউ থানা ও জেলা বিএনপির পদে আছে। বিগত সংসদ নির্বাচনে তাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়নি। এখন দেখার অপেক্ষা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারপন্থীরা কি করে।