আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা পরিষদের প্রশাসক হলেন আনোয়ার 

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তার নিয়োগের প্রজ্ঞাপন বুধবার ২৭ এপ্রিল জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সদ্য বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন জেলা পরিষদের প্রশাসকদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমেদ প্রজ্ঞাপনের কথা নিশ্চিত করেছেন।