আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ, ভোলানাথপুর, বুরুলিয়া, পশি, টেকনোয়াদ্দা, বাড়িয়ারটেক, ছনি, বাগেরআগা, গোয়ালপাড়া, বাগবের, পানিআগ্রা, আলমপুর, কেয়ারিয়া, টিনর, ও বেইলারটেক সহ আশপাশের এলাকার পাঁচ সহস্রাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রবিবার ২৪ এপ্রিল রবিবার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যমুনা ব্যাংক এবং গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা’র অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া’র নিজস্ব অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক । সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ালীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল প্রধান, রূপগঞ্জ ইউপি সদস্য আলমগীর হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আন্নি আক্তার, আওয়ামীলীগ নেতা মোমেন মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, সামসুল হক প্রধান, ওমর ফারুক, ছাত্রলীগ নেতা কিরন ভূঁইয়া, আজমির, হাবিবুর রহমান, মোস্তাকিম, লিটন, টিপু সুলতান প্রমুখ।

পরে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চিনি, পোলাউয়ের চাল ও সেমাইসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।