আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচনা না করেই কমিটি দিয়েছে: আঙ্গুর

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলা বিএনপির প্রবীন নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির ৩ বারের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর। আন্দোলন মুখী দলকে শক্তিশালী করার লক্ষ্যে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠিক সম্পাদক পারভীন আক্তারের বাস ভবনে এই মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবু। সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুর। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আঙ্গুর বলেন, এখন ঐক্যের কোন বিকল্প নেই। আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেই মাঠে আছি। আমাদের সাথে আলোচনা না করেই কমিটি দিয়েছেন। এই বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের দলের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। নেত্রীর মুক্তির জন্য আমরা মাঠে আছি। কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল্লাহ মিয়া, সাবেক জেলা বিএনপির সদস্য আলী আজগর, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজিজুল হক হান্টু, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআর ডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নুরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সরোয়ারদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের আহমেদ জিকু প্রমুখ।