আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাষা শহীদদের প্রতি নাসির উদ্দিনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

নাসিরউদ্দিন জানান, আমি আমার দলের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এই ভাষা রক্তের বিনিময়ে পেয়েছি। আমাদের বাংলা ভাষার প্রতি আরও সংবেদনশীল হতে হবে। আগামী প্রজন্মের কাছে আমাদের ভাষা সৈনিকদের আত্মত্যাগের গল্প তুলে ধরতে হবে। যাতে করে তারা আমাদের এই মাতৃভাষাকে আমাদের মতই শ্রদ্ধা ও আবেগের সাথে লালন করে।

তিনি আরো বলেন, যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন আমি সেই সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই আত্মত্যাগের কারনে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি আজকের এই দিনে সেই সকল ভাষা সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করছি।