নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ বাবাকে রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে রেখে পালিয়েছে ছেলে। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লোকটির নাম জিলানী (৬০)। সে জানান, তার বাড়ি কুমিল্লার মেঘনা থানার রোস্তমিল্কা গ্রামে। তার রাসেল এবং আরিফ নামে দুটি ছেলে ও চার মেয়ে রয়েছে। বহুদিন ধরে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত। সে হাটতে পারে না। তার অভাবের সংসার। ছেলে-মেয়েরা খোঁজ রাখে না। লোকটি সরকারী সহায়তা প্রত্যাশী। রূপসী যাত্রী ছাউনিতে অনাহারে এখন অবস্থান করছে। যে কোনো সময় তার দুর্ঘটনা ঘটতে পারে। সে বাড়ি ফিরতে চায়। তাকে বাড়িতে রেখে আসার লোক পাওয়া যাচ্ছে না। সন্তানরা তাকে টেনে হিচরে বাড়ি থেকে বের করে দিয়েছেন । এখন সে কোথায় যাবে তার কোনো নিশ্চয়তা নেই।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সাহেদ বলেন, কাজটা ঠিক করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।