আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এসিল্যান্ড বন্ধ করলো বাল্যবিবাহ

সোনারগাঁয়ে এসিল্যান্ড বন্ধ করলো বাল্যবিবাহ

সোনারগাঁও প্রতিনিধিঃনারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার নওগাঁ ইউনিয়নের চরপাড়া গ্রামের নাছরিন আক্তার (১৬) নামের দশম শ্রেনির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো এসিল্যান্ড।
বুধবার(১০ ডিসেম্বর)বিকেলে এ বিবাহ বন্ধ করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার(ভুমি)বিএম রুহুল আমিন রিমন ।
জানা যায়,নাছরিন আক্তার (১৬) মহজমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি থেকে দশম শ্রেনিতে উঠেছে। নাছরিন সোনারগাঁও উপজেলার নওগাঁ ইউনিয়নের চরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন জানান, বুধবার বিকেলে গোপন সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বাল্য বিবাহটি বন্ধ করা হয়। বাল্য বিবাহ আয়োজনের অপরাধে কনের বাবা মাকে পরবর্তীতে যেন গোপনে বিয়ে দিতে না পারে সেজন্য শতর্ক করা হয়।