আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মাট ফোন তোমাদেরকে স্মাট করবে না

সংবাদচর্চা রিপোর্ট:

ভুলতা স্কুল এন্ড কলেজ এর আইসিটি ভবন ও গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। বুধবার (১ ডিসেম্বর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ভবন দুইটি উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, দেশের অন্যান্য উপজেলার চেয়ে শিক্ষাখাতে রূপগঞ্জে উন্নয়ন বেশি হয়েছে। প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার ভবন দিয়েছে। প্রত্যেক স্কুলে আইসিটি ল্যাব হচ্ছে। করোনার মধ্যে আমাদের শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করেছে। তারা অনলাইনে ক্লাস করতে পারছে।

মন্ত্রীপুত্র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রেজাল্ট ভালো না হলে সকল পরিশ্রম বৃথা যাবে। পড়াশুনা সবার আগে রাখো । স্মাট ফোন তোমাদেরকে স্মাট করবে না। তোমরা যদি ভালো করো তাহলে বাংলাদেশ ভালো করবে। সবাই বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করবে। তিনি আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, সমাজ সেবিকা খাদিজা মাহাতাব , রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিক উদ্দিন আহমেদ, রূপগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি আলহাজ¦ তাবিবুল কাদির তমাল। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মনির হোসেন, জসিম উদ্দিন, জাকারিয়া মোল্লা, আতিকুল ইসলাম। অপর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, শীলা রানী পালসহ অনেকে।