আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের বিপক্ষে রিয়াদের ঘূর্ণিতেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে আগেই সিরিজ হেরেছে টাইগাররা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

জয়ের ধারায় ফিরতে ব্যর্থ হলে এই ফরম্যাটে ঘরের মাঠে একাধিক ম্যাচ সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ।