আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওগো প্রিয়

কবি:- জাকিয়া রহমান ঝুমুর

যদি তোমাকে ভালোবাসি বললেই তোমার ভালোবাসা পেয়ে যেতাম,
আমি মেঘলা দিনে মেঘের পরীও হতে পারতাম।
যদি তোমাকে ভালোবাসি বললেই তোমার ভালোবাসা পেয়ে যেতাম,
আমি কতশত চিঠিও হতে পারতাম।
যদি তোমাকে ভালোবাসি বললেই তোমার ভালোবাসা পেয়ে যেতাম।
আহা!চিন্তারা থাকে এলোমেলো!
কি ভালোই না হতো বলো?
যদি তোমাকে ভালোবাসি বললেই পেয়ে যেতাম তোমার ভালোবাসা!
স্বপ্ন বুনতাম নিয়ে কতোশত যুগের আশা।
ওগো প্রিয়!আমি সাহস হারায়ে সাহস জুগাই,
আমি আমাকে হারায়ে তোমাকে গুছাই।
আমি নিশ্তব্দ চিরলতার মেলা
আমার ভালোবাসাকে করো নাকো হেলা!
আমি সাহস হারায়ে সাহস জুগাই,
শুধু তোমারই জন্য প্রেমের কাব্য পড়তে নিজেকে যে বুঝাই।
আমি সাহস হারায়ে সাহস জুগাই,
তোমাকে লেখা চিঠি গুলো সহসাই লুকাই।
যদি ভালোবাসি বললেই তোমার ভালোবাসা পেতাম, আমি রাতের আকাশের স্নিগ্ধতা ও হতে পারতাম।
যদি ভালোবাসি বললেই তোমার ভালোবাসা পেয়ে যেতাম, তবে জোৎস্না ভরা চাঁদের মুচকি হাসি ও হতে পারতাম।
যদি তোমাকে ভালোবাসি বলার ভয় কাটিয়ে উঠতে পারতাম, তবে হয়তো সত্যিই তোমাকে পেয়ে যেতাম।
যদি তোমাকে ভালোবাসি বললেই পেয়ে যেতাম।