আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান।

এ বছর রিয়ালকে মোট চারটি শিরোপা জিতিয়েছেন ফরাসি এই কোচ। এ মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতার পর বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে জিদানের দল।

গত জানুয়ারিতেও ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ এর প্রথম সংস্করণে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জিদান। সেবার পুরস্কারটি জিতেন লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানো ক্লাওদিও রানিয়েরি।

জুন-জুলাইয়ে বিশ্বকাপের ‘মহড়া’ প্রতিযোগিতা ফিফা কনফেডারেশন্স কাপে জার্মানিকে শিরোপা জেতানো ইওয়াখিম লুভেরও ভালো সম্ভাবনা আছে।

বার্সেলোনার হয়ে শেষ মৌসুমটা ভালো না কাটলেও দলকে কোপা দেল রে জেতানো লুইস এনরিকে জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

চেলসির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলটিকে প্রিমিয়ার লিগ জেতানো আন্তোনিও কোন্তে এবং মোনাকোকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন করানো লিওনার্দো জারদিনও আছেন দৌড়ে।