আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলিরটেকে বদলে গেলো

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীকে পরিবর্তন করা হয়েছে। গত শনিবার নৌকার মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমানকে ঘোষণা করা হলেও তা বাতিল করে সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে দেওয়া হয়েছে মনোনয়ন।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে জাকির হোসেন অনুসারী কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের কাগজও সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, মতিউর রহমান গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। পরিপ্রেক্ষিতে বিষয়টি কেন্দ্রে জানানো হয়। পরে মনোনীত প্রার্থী পরিবর্তন করা হয়।

তবে দলীয় একটি সূত্র বলছে, নারায়ণগঞ্জের এক সাংসদের পছন্দের প্রার্থী ছিলেন মতিউর রহমান। তার লবিংয়েই নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে প্রভাবশালী আরেক সাংসদের পছন্দের প্রার্থী ছিলেন জাকির হোসেন। তাকে দলীয় প্রার্থী করতেই মতিউর রহমান সরে দাঁড়িয়েছেন।

সর্বশেষ সংবাদ