আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাপ্পা গাজীকে যুব মহিলা লীগ নেত্রীর শুভেচ্ছা

নবকুমার:

বিসিবির নবনির্বাচিত পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা ।

সোমবার ( ১১ অক্টোবর) দুপুরে তিনি ঢাকায় মন্ত্রীপুত্রের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে হ্যাট্রিক করেছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠ সন্তান । এবার নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। দেশের ক্রিকেটাঙ্গনে গাজী গোলাম মর্তুজা পরিচিত মুখ। এর আগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিবির সবশেষ টুর্নামেন্ট কমিটিতেও তিনি চেয়ারম্যান ছিলেন। তাদের নেতৃত্বে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।