আজ রবিবার, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘সামনে থেকে গুলি করেছে’

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘মানুষের কিছু সময় থাকে যেগুলো মনে রাখা উচিত। নিজের মনটাকে ভালো রাখতে চেষ্টা করছি। তবে কিছু জিনিস মেনে নেওয়া যায় না। আমাকে সামনে থেকে গুলি করেছে। বোমা হামলা হয়েছে। কিছু মনে রাখিনি। একসাথে রাজনীতি করেছি। রাজনীতি খুবই নির্দয়।’

তিনি বলেন, ‘দুয়েকটা মিডিয়া আর বড় ভাই আমাকে উত্তেজিত করতে চাইছে। আমি উত্তেজিত হবো না। আমি বিষ খেয়ে হজম করার চেষ্টা করছি। আমি চাই, নারায়ণগঞ্জটা শান্তির শহর হিসেবে থাকুক। ব্যক্তিস্বার্থে কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। সবাইকে নিয়েই কাজ করতে চাই।’

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন , আমি সেদিন ইচ্ছা করলে নারায়ণগঞ্জ জ্বালাতে পারতাম। আমি সেদিন ধৈর্য ধরার চেষ্টা করেছি। আমি সেদিন গাড়িতে বসে চিৎকার করে কেঁদেছি। আল্লাহ আমাকে সেদিন ধৈর্য দিয়েছেন।

তিনি বলেন, ‘কবরস্থানে সেদিন আমি দম নিতে পারছিলাম না, দোয়া পড়তে পারতেছিলাম না। এত কষ্ট আমার হচ্ছিল! বিষয়টা শ্মশান আর কবরস্থানে মাটি না। আমি অসাম্প্রদায়িক প্রমাণের জন্য মন্দিরে গিয়ে গরু কোরবানি দিতে পারি না। ওই ঘটনার পর আমি নারায়ণগঞ্জে আসি কম। কারণ নারায়ণগঞ্জে আসলে কখন যে কি বলে ফেলি।

ক্ষমতাসীন দলের এই সাংসদ বলেন, ‘কিছু বড় ভাইকে ম্যাসেজ দিতে চাই, যত চেষ্টাই করেন না কেন আমি উত্তেজিত হবো না। কিন্তু যা আশা করতেছেন তা এইবার পাবেন না। আমাকে উত্তেজিত করার চেষ্টা করতে করতে নারায়ণগঞ্জের মানুষ যদি উত্তেজিত হয়ে যায় তাহলে ভালো হবে না।’