আজ বুধবার, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে মসজিদ-মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর

বন্দর প্রতিনিধি:

বন্দরে সাবদী সম্মিলিত মদীনা জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ১৭ সেপ্টেম্বর বাদ জুম্মা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান উক্ত মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সাবদী সম্মিলিত মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহজাহান প্রধানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মজিবুর রহমান মজিব, মোঃ শহিদ মিয়া ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বারমোঃ মুকবুল হোসেন প্রমুখ।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলআহসা ইসলামিক সেন্টার সৌদিআরবের সাবেক দাঈ শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী, শাইখ ড. আমান উল্ল্যাহ বিন ইসমাঈল মাদানী (সম্বভ্য) রফিকুল ইসলাম বীন সাঈদ আলোচক ও পরিচালক লিসান্স মদীনা বিশ^বিদ্যালয় (সৌদি আরব) শায়েখ ওবায়েদুর রহমান চাষাড়া জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ ওবায়দুর রহমান, ফরাজিকান্দা দক্ষিনপাড়া জামে মসজিদের খতিব শায়েখ সিদ্দিকুর রহমান ও ঢাকা ত্রিমহনী জামে মসজিদের খতিব শায়েখ মাহমুদ বিন কাসেম প্রমুখ।