আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্যান্ডেলের ভিতরে ইয়াবা পাচার

সংবাদচর্চা রিপোর্ট:

জুতার ( প্লাস্টিকের স্যান্ডেল ) ভিতরে করে ১ হাজার ৯ শত ২৫ পিস ইয়াবা পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলমগীর (৩৬), মোঃ রাশেদ (১৯)। গত ৮ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় প্লাস্টিকের স্যান্ডেল, নগদ টাকা, মোবাইল , ১ হাজার ৯ শত ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আলমগীর কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার দক্ষিণ মুহুরীপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং মোঃ রাশেদ কক্সবাজার জেলার টেকনাফ থানার জাদিমুড়া এলাকার মৃত হারুনের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ