বঙ্গবন্ধু গবেষনা ফাউন্ডেশন না’গঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:বঙ্গবন্ধু গবেষনা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ জানুয়ারী) বিকেল ৪ টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে জেলা কমিটির আহ্বায়ক কাজী জসিমউদ্দিন স্বপনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির মহাসচিব কতৃক বঙ্গবন্ধু গবেষনা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। কমিটির সদস্য সচিব মোবারক হোসেন খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, দিলোয়ারা বেগম, খন্দকার সাহাবদ্দিন, নির্বাহী সদস্য মোঃ কবির হোসেন, কাজী হাবিবুর রহমান, মোঃ আলী হোসেন, মাহবুবুর রহমান, কাজী শাখাওয়াত হোসেন, হাজী মোঃ আলাউদ্দিন, জেবুন্নেছা জসিম, কাজী তাসনিম লুৎফা, তাসকিয়া তামান্না, আসাদুজ্জামান, শারমিন আক্তার, মেহেরুন্নেছা, মোঃ শাহজালাল, মোঃ সুমন, মোঃ ইকবাল হোসেন, কাজী আরমান, তৌহিদুল ইসলাম, মশিউর রহমান, মাসুদ হোসেন ভুইয়া প্রমুখ।