সংবাদচর্চা ডেস্ক: নবীগঞ্জে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বন্দরের জনপ্রিয় ফেসবুক ফ্যানপেজ দৈনিক নবীগঞ্জের উদ্যোগে এক বর্ণাঢ্য সাইকেল রাইডের আয়োজন করা হয়। ৫ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় নবীগঞ্জ ঈদগাহ সংলগ্ন সড়ক হতে কাইকারটেক ব্রীজ পর্যন্ত একটি বিশাল সাইকেল রাইড অনুষ্ঠিত হয়। উক্ত রাইডে অংশগ্রহণ করে দৈনিক নবীগঞ্জের শতাধিক সাইকেল প্রেমী সদস্যরা। সাইকেল রাইডটি নবীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাইকারটেক ব্রীজে শেষ হয়ে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে পূর্ণাঙ্গ অনুষ্ঠান শেষ হয়। রাইডটিতে উপস্থিত ছিলেন দৈনিক নবীগঞ্জের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান। শিশু সংগঠক আশিক আহম্মেদ, সৈনিক লীগ নেতা আজিজুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ সুমন প্রমুখ। রাইড শেষে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় পদক প্রাপ্ত চিত্রশিল্পী সাইদুর রহমান সাইদ। রাইডটি পরিচালনা করেন দৈনিক নবীগঞ্জ ফ্যানপেজের হেড অব এডমিন প্যানেল মো: আল আমিন শ্রাবণ, এডমিন রিহান খান। রাইডে আরো অংশগ্রহণ করেন স্বপ্নীল খোকন, পাপ্পু, রোহান, হাসান, মিরাজ, দিহান, রিয়াদ, সাফাত, জিহাদ সহ আরো অনেকে।