নিজস্ব প্রতিবেদক:
পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনার দুই মামলায় মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিরের আদালত শুনানী শেষে ওই আদেশ দেন। রিমান্ডকৃত মশিউর রহমান রনি (৩৫) পশ্চিম মাসদাইর এলাকার মোস্তফা কামালের ছেলে।
এর আগে শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার মগবাজার মোড় থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের পাশ থেকে তাকে আটক করা হয়।ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ৩ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। রোববার রনির পক্ষের আইনজীবি এক মামলায় জামিন আবেদন করলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালত না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন নারায়নগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান।
উল্লেখ্য,‘ছাত্রদল কিংবা তারেক রহমান চিন্তা করলে পুলিশের পোশাক খুলে নেয়া ওয়ান-টু’র ব্যাপার’, ছাত্রদলের এক কর্মসূচিতে এমন বক্তব্য দেওয়ার চারদিনের মাথায় আটক হলেন ছাত্রদল সভাপতি ৷গত ১৭ আগস্ট মাসদাইর এলাকায় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের বাসায় ফতুল্লা থানা ছাত্রদলের এক কর্মসূচিতে তিনি ওই বক্তব্য রাখেন৷এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে বেশ আলোচনার জন্ম দেয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, যারা সন্ত্রাসী তারা প্রশাসনকে হুমকি দেয় । পুলিশের পোশাক নয় এখন রনির পোশাক খুলে যাচ্ছে ।
এর আগে, ২০১৮ সালে নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে চ্যালেঞ্জ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নিখোঁজ হন ছাত্রদল নেতা মশিউর রহমান রনি। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর আরামবাগ থেকে তাকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। দু’দিন পরে তাকে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয়।