আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কে, ডিসেম্বরের মধ্যে নাসিক নির্বাচন

সংবাদচর্চা রিপোর্ট:

চলতি বছরের ডিসেম্বরের মাসের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সোমবার (২৩ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে ৮৪ তম কমিশন বৈঠক শেষে একথা বলেন ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।

ইসি সচিব বলেন, ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।
সেপ্টম্বরের প্রথম সপ্তাহের কমিশন সভায় কোন নির্বাচন কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা হবে।

এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। আবার অনেকে নির্বাচন করতে আগ্রহী কিন্তু প্রকাশ করছে না। তারা নির্বাচন করার ইঙ্গিত দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলকে নিয়ে একজন সংসদ সদস্য বক্তব্য দিয়েছে।

গত নির্বাচনে বিএনপির প্রার্থী এড. সাখাওয়াত হোসেনকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছে আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। এবারও তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী। অপর দিকে বিএনপির প্রার্থী কে হচ্ছে তা নিয়ে নানা জল্পনা তৈরী হয়েছে। ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে বিএনপির মেয়র প্রার্থীর দাবি উঠছে। করোনায় মৃত ব্যক্তিদের দাফন করে তিনি বেশ সুনাম অর্জন করেছেন।

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকেও প্রার্থী করার দাবি উঠছে। প্রধান দুই দলেই গ্রুপিং রয়েছে। কে হচ্ছে আওয়ামী লীগ – বিএনপির প্রার্থী তা সময় বলে দেবে।