আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শতভাগ চেষ্টা করবো: এসপি জায়েদুল

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে মাদক ব্যবসায়ী বা নেশাগ্রস্তদের বাড়িতে ভাড়াও দেবেন না। এখন সবচেয়ে বড় সমস্যা কিশোর গ্যাং ও মাদক। শতভাগ চেষ্টা করবো তা নির্মূলে। কিন্তু এজন্য প্রতিটি এলাকায়, পাড়া-মহল্লায় কমিটি কিশোর গ্যাং ও মাদকবিরোধী কমিটি গঠন করে কাজ শুরু করব। আপনাদের এতে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ​ভুলত্রুটি থাকলে খোলামেলা আলোচনা করে আমাদের জানাবেন। আমরা স্বচ্ছতা নিয়ে শুদ্ধতার সাথে কাজ করতে চাই। মাদক ও কিশোর গ্যাং সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে যেন না পড়তে পারে। এগুলো সমূলে উৎপাটন করতে সমাজের স্তরে স্তরে প্রতিরোধে সংগঠিত হতে হবে। এজন্য পুলিশ আপনাদের পাশে ছিল, রয়েছে ও থাকবে।

নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী ‘মাদকের’ বস্তি উচ্ছেদ পরবর্তী বিভিন্ন সংগঠন বুধবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশকে ফুলেল শুভেচ্ছ ও অভিনন্দন জানায়। এসময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে এসব কথা বলেন।