পিরোজপুরে আনসার ও ভিডিপি’র র্যালী
পিরোজপুরে জাতীয় সমাবেশ সফল করতে আনসার ও ভিডিপি’র র্যালী “ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই” প্রতিপাদ্য এই শ্লোগানকে সামনে রেখে ভিডিপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ও ৩৮ তম জাতীয় সমাবেশ সফল করতে শুক্রবার সকালে পিরোজপুর জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এ উপলক্ষ্যে সকালে পিরোজপুর বঙ্গবন্ধু চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন ভিডিপির জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, উপজেলা প্রশিক্ষিকা খাদিজা বেগম, কাউখালী প্রশিক্ষিকা কনিকা শিকদার, পুরুষ প্রশিক্ষক কাজী কবিরুদ্দিন, শেখ রাজিব আহম্মেদসহ উপজেলা প্রশিক্ষকবৃন্দ, ভিডিপির ২শ জন সদস্য-সদস্যাবৃন্দ ও জেলার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।