সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ইউনাইটেড লেদার স্প্রিনিং কারখানায় আগুন লেগেছে। বুধবার ( ৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো শ্রমিক নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে ইউনাইটেড লেদার কারখানার কেমিক্যাল প্রসেসিং ইউনিটে আগুন লাগে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার কাপড় পুড়ে গেছে।