আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেউ আ.লীগ নেতাকর্মীদের ঐক্য ভাঙতে পারবে না: বজলু

নিজস্ব প্রতিবেদক:

দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে চনপাড়ায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান । তিনি বলেন, চনপাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। ষড়যন্ত্র করে কেউ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্য ভাংতে পারবে না। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।

এছাড়া সভায় এলাকার শান্তি শৃঙ্খলা বিষয়ে সভা আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, চনপাড়ায় ভূমিদস্যু, মাদক, সন্ত্রাসীদের স্থান হবে না।

শনিবার (১৭ জুলাই) বিকালে চনপাড়ায় বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম পাশে মো: বজলুর রহমানের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান ভান্ডারী, সাধারণ সম্পাদক শাহআলম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক বাবুল সরদার , ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খন্দকার,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শুকুর আলী ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নান্দু মিয়া, সাধারন সম্পাদক মানিক সিকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক আনিস মালিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোকলেছ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আলম, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী সে¦চ্ছাসেবক লীগ নেতা জয়নাল আবেদিন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী জাহানারা বেগম, নুরজাহান প্রমুখ।