আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেওভোগে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লার দেওভোগে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ইমন (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইমন ফতুল্লা থানার পশ্চিম দেওভোগের অরুন মিয়ার ছেলে । ঘটনাটি ঘটেছে শনিবার ১৭ জুলাই রাত দশটায় ফতুল্লার পানির টাংকি এলাকায়।

ফতুল্লা মডেল থানার ওসি(তদন্ত) তরিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাত দশটার দিকে দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইমন নামক একজনের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।