ডেস্ক রিপোর্ট: বন্যাকবলিত এলাকায় দলের কেন্দ্রীয় নেতাদের যাওয়ার নির্দেশ দেয়ার একদিন পর টুইট বার্তায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় খালেদা জিয়া বলেন, ‘বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপির নেতাকর্মীসহ সবাই এখনি এগিয়ে আসি।’
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলের সিনিয়র নেতাদের সশরীরে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। ইতোমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর ও দিনাজপুরে ত্রাণ বিতরণ করেছেন।’
বুধবার খালেদা জিয়া তার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতেও আরেকটি টুইট করেন। বর্তমানে তিনি লন্ডনে আছেন। সেখানে তার চিকিৎসা চলছে।