সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কর্মপরিকল্পনা অনুযায়ী জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০২০/২১) প্রদান করা হয়েছে।
রবিবার ( ২৭ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন।পুরস্কার প্রাপ্তদের মন্ত্রী অভিনন্দন জানান।
একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২১-২২) স্বাক্ষর হয়।