আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে নতুন মাদকের তথ্য প্রকাশ

সংবাদচর্চা রিপোর্ট:

মাদকের সাথে জড়িত মাদক ক্রেতা এবং বিক্রেতাসহ সবাইকে গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ( ডিবি) হারুন অর রশিদ।

তিনি বলেন, ভারতীয় নতুন মাদক ইস্কাফসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক ইস্কাফ ( নতুন মাদক দ্রব্য) জব্দ করা হয়।

শনিবার ২৬ জুন সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুন এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকের সাথে পুলিশ সদস্য জড়িত থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে। প্রতিদিন মাদক বিক্রেতা এবং ক্রেতাদের দেশের বিভিন্ন থানায় গ্রেফতার করা হচ্ছে। মাদক ইস্যুতে কেউ ছাড় পাবে না।