আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিমরাইল মোড়ে মাইক্রোতে যাত্রী বহন

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জসহ সাত জেলায় চলছে কঠোর লকডাউন। করোনা থেকে সুরক্ষিত রাখতে এ লকডাউন ঘোষণা করা হলেও সরকারী কঠোর নির্দেশনা উপেক্ষিত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায়। লকডাউনের শুক্রবার শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্রাইভেটকার ও মাইক্রোবাস গুলোতে দূরপাল্লার যাত্রী বহন করছে চালকরা। স্টপিজ প্রতি ৬শ’ থেকে ১ হাজার ৫শ’ টাকাও ভাড়া আদায়ের অভিযোগ উঠছে। প্রতি গাড়িতে গাদাগাদি করে তোলা হচ্ছে যাত্রী। এতে করোনা সংক্রমনের ঝুঁকিও বাড়ছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয়। কারন প্রতিটি স্টপিজেই সীমিত সংখক জনবল নিয়ে কাজ করতে হয়। আমার চেষ্টা করছি এসব পরিবহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। তাছাড়া এদের রুখতে থানা পুলিশেরও সহায়তা চেয়েছি। এসকল অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আজও আমরা ৮৪’টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ২’লাখ ৪০’হাজার টাকা জরিমানা করা হয়েছে।