আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুলভ মূল্যে চনপাড়ায় আটা বিক্রি উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

সুলভ মূল্যে ওএমএস এর আওতায় রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এবং খাদ্য অধিদপ্তরের পরিচালনায় বুধবার ১৬ জুন এ আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বজলুর রহমান।

জানা গেছে প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা। একজন ব্যক্তি দৈনিক ৫ কেজি আটা কিনতে পারবে। বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০০ জনের মাঝে আটা বিক্রি করা হয়েছে। করোনা ভাইরাসের মধ্যে সুলভ মূল্যে আটা কিনতে পারায় ক্রেতারা অনেক খুশি হয়েছে। তারা খাদ্য অধিদপ্তর এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে অভিনন্দন জানিয়েছে।