আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে ফ্রেমিংয়ের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত ট্যুরিস্ট ফটো এ্যালবাম ‘নারায়ণগঞ্জ ফ্রেমিং’ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে প্রথম স্থান অধিকার করেন তন্ময় সাহা, দ্বিতীয় স্থান অধিকার করেন প্রণব কৃষ্ণ রায় ও তৃতীয় হন জাহিদ আলম অপু, সাজ্জাদ হোসেন নয়ন চতুর্থ স্থান অর্জন করেন। এর মধ্যে প্রথম তিনজন যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। ২০ জনের বাকিরাও পুরস্কৃত করা হয়।

রবিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ৭১০ জন আলোকচিত্রীর ৩ হাজার ছবির মধ্যে ৯৬ জন প্রতিযোগীর ২শ’ ছবি এ্যালবামের জন্য চূড়ান্ত হয়। এর মধ্যে প্রথম ২০ জনকে পুরস্কৃত করা হয়।

এসময় জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ জানান, আমরা নারায়ণগঞ্জকে তুলে ধরতে এ আয়োজন করেছি।