সোনারগাঁয়ে ৭০ কেজি গাজা সহ পিকআপ ভ্যান আটক
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।বুধবার বিকেল ৩ ঘটিকায় প্রায় ৭লাখ টাকার ৭০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি কায়ুম আলী সরদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী (ঢাকা-মেট্রো-ন১৫-১৪৩৭)ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৩টি প্যাকেট ভর্তি ৭০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়।পিকআপ ভ্যানের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।