সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ (উত্তরা) । গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জের মাদক ব্যবসায়ী মোঃ বুলু মিয়া (৩০), মোঃ মনির (২৩), কুমিল্লা সদরের টুটুল ।
গত ১০ জুন রূপগঞ্জের টেকনোয়াদ্দা কুমারপাড়া গ্রামস্থ জনৈক ফিরোজ এর মুদি দোকানের ডান পার্শ্বে আব্দুল হামিদ এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় আসামীদের নিকট হতে ১ হাজার ৩ শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৩৬ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়। এসব তথ্য র্যাব-১ (উত্তরা) নিশ্চিত করেছে।