আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিষ্ঠাবার্ষিকী

সংবাদচর্চা ডেস্ক:  রূপগঞ্জে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ ই  জানুয়ারী বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালের ভাষা থেকে শুরু করে বঙ্গবন্ধুর ১৯৬৬ সালের ৬ দফা, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৮ আগড়তলা মামলা, ৬৯ গণআন্দোলন, ৭০ নির্বাচন, ৭১ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়া সহ বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান অনেক।

স্বাধীনতার পরবর্তী সময়ে রূপগঞ্জের ছাত্রলীগ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সব সময় রাজপথ কাপিয়েছেন। বর্তমানে বিএনপি জামায়াতের সরকার বিরোধী কর্মসুচি সফল ভাবে প্রতিহত করছে ছাত্রলীগ।

এ উপজেলার প্রতিটি কলেজ, ইউনিয়ন, ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি রয়েছে। তারা সবসময় স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর পরামর্শে সব সময় দলীয় কর্মসূচি পালন করে আসছে।

সরোজমিনে ঘুরে দেখা গেছে যে আওয়ামীলীগ সরকারের শেষ বছর এবার তাই তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগ সর্বকালের সেরা প্রতিষ্ঠা বাষিকী পালন করবে। রূপগঞ্জে ছাত্রলীগের প্রতিটি শাখার পক্ষ থেকে বিশেষ বিশেষ কর্ম সূচি গ্রহন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দলীয় পতাকা ‍উত্তলন ও আলোচনা সভা।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী এমপি।

এ ব্যাপারে  মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল সংবাদচর্চাকে জানান-বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে ।ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা ছাত্রলীগ। প্রায় ৮-১০ হাজার ছাত্রলীগ কর্মী নিয়ে  ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহম্মেদ খোকন বলেন-প্রতিবছরের ন্যায় এবারও আমরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগামের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ টিপু বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। গোলাম দস্তগীর গাজী এমপি সাহেবের নেতৃত্বে প্রতিবছরের ন্যায় এবারেও উৎসবমুখরভাবে  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব।

রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন বলেন-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গোলাম দস্তগীর গাজী এমপি র ভ্যানগার্ড হিসেবে রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সর্বদা মাঠে থাকবে।

রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন-বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান ভুলবার নয়।তাই আমি ছাত্রলীগের সফলতা কামনা করছি।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  সাঈদ সোহেল বলেন-পূর্বের যে কোন সময়ের চেয়ে আমরা ছাত্রলীগ গোলাম দস্তগীর গাজী এমপি সাহেবের দিক নির্দেশনায় অনেক সক্রিয় রয়েছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রুপগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় এখন উৎসবের আমেজ বইছে।

রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহম্মেদ বলেন- সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিবে।

রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সবুজ বলেন- এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রধান শপথ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজী এমপির পক্ষে ছাত্রলীগ কাজ করবে।

রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আওলাদ বলেন-এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগ সর্বকালের সেরা অনুষ্ঠান উপহার দিবে।

রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন বলেন-প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি শাখার নেতাকর্মীরা  তাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে।

মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব বলেন-মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ঘাটি হিসেবে পরিচিত। আয়োজনের কেন্দ্র আমাদের কলেজে হওয়ায় আমাদের সর্বাত্বক প্রস্তুতি রয়েছে।

এছাড়া রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা মাছুম, আদনান, জুম্মান, এম এ আজিজ, মঈন আহম্মেদ,আব্দুল্লাহ , ইমন, আরিফ খান জয়,সাদ্দাম,সুমন, সেলিম,নজরুল,হাসান,আরিফ,শ্যামল,সোহান,দিপু,মিজান,শোভন,শিমুল আরিফ খান জয় বলেন- আমরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগামের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।