সাতকানিয়া মডেল হাই স্কুলে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃইকবাল হোসেন,সাতকানিয়া, চট্টগ্রাম : দক্ষিণ চট্টলার সাতকানিয়া উপজেলার সাতকানিয়া মডেল হাই স্কুলে সরকার ঘোষিত ‘বই উৎসব ২০১৮ইং’ উপলক্ষে ১ জানুয়ারী সোমবার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকাল ১০টায় স্কুল মিলনায়তনে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারেক হোসেন, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য, সাতকানিয়া লোহাগাড়ার এমপি আবু রেজা নদভী পত্নী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম শরীফ।উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বাবু আশিষ বরন দে, এস.এম নুরুল কবির,উপজেলা ছাত্রলীগের আহবায়ক হারেছ মোহাম্মদ প্রমুখ।