সোনারগাঁয়ে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
মাজহারুল ইসলামঃ বাংলাদেশের প্রতিটি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বই বিতরন করছে সরকার।সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরনের চেয়ে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে বই বিতরন প্রক্রিয়াটি ছিলো ভিন্ন রকম।
সরোজমিনে ঘুরে দেখা যায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুম উৎসব মূখর পরিবেশে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে গাড়ি বহরে এক স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে নিজের হাতে বই বিতরন করেন।১লা জানুয়ারি সকাল থেকেই ইংরেজি নববর্ষকে সামনে রেখে সোনারগাঁয়ের পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুমের বই বিতরন উৎসবটি ছিল খুব বেশী দৃষ্টিনন্দন ও আনন্দমূখর।যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন করা হয়েছে সেগুলোর মধ্যে ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মেঘনা এস,আর হাই স্কুল,প্রতাপেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মর্নিং সান কিন্ডারগার্টেন,মেঘনা চাইল্ড কেয়ার কিন্ডারগার্ডেন,ফুল কলি কিন্ডারগার্টেন,লিটল ফ্লাইওভার ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ উল্লেখ যোগ্য।
মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে বই বিতরন উৎসব ছাড়াও শিক্ষকরা ছাত্র ছাত্রীদের খোজ খবর নেওয়ার জন্য যোগাযোগ মাধ্যম হিসেবে অভিবাবকদের মাঝে দুই হাজার রবি সিম বিনামূল্যে প্রদান করেন তিনি।উক্ত বই বিতরন অনুষ্ঠানে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রধান,সাবেক মেম্বার আলী আকবর,বর্তমান মেম্বার সেলিম রেজা,ফজলুল করিম,মাসুম বিল্লাহ,আলম চাঁন,আবু হানিফ,আবু সাঈদ-সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।