নিজস্ব প্রতিবেদক:
হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হারানো মো. রফিকুল ইসলামকে অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮এর ৪৫ ধারার বিধান অনুযায়ী চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ৩ এপ্রিল এক নারীকে নিয়ে সোনারগাঁয়ের একটি রিসোর্টে গেলে তাঁকে ঘেরাও করেন স্থানীয়রা । মামুনুল হক ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। এ নিয়ে হইচইয়ের একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
পরে পুলিশের উপস্থিতিতেই রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে ছাড়িয়ে নিয়ে যান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় ওই রিসোর্টে ব্যাপক ভাঙচুর চালান তাঁরা। এ ঘটনার পরদিন রফিকুল ইসলামকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে সরিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।