রূপগঞ্জে ৪৭ তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪৭ তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুজ্জামান, মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেলসহ অনেকে।)। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে সবাইকে দেশের মানুষের কল্যানে কাজ করতে হবে।