আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএনসি’র অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ।

সোমবার ২২শে মার্চ বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শরিফ ইসলাম (৩২) পিতাঃ মোঃ শাহাজদ্দিন ৩০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।এছাড়া সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামুন (৩৬) পিতাঃ ইউনুছ আলী কে ৫০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে ডিএনসি।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএনসি, নারায়ণগঞ্জ এর উপ পরিদর্শক জেরিন সুলতানা ও মোশাররাফ হোসেন বাদী হয়ে যথাক্রমে ফতুল্লা থানায় ও সিদ্ধিরগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করেন।