জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার ১৮ই মার্চ বিকেলে মহানগর যুবলীগের সভাপতি শাহাদৎ হোসেন সাজনুর নেতৃত্বে নগরীর চাষাড়া থেকে এ র্যালি বের করা হয়।
উত্তর চাষাড়া থেকে শুরু হওয়া র্যালীটি নগরীর প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের দুই নং রেল গেইটস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সংগঠনিক সম্পাদক জাকিরুল ইলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।