সংবাদচর্চা রিপোর্ট: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ( ২০২১) পালন করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বুধবার ( ১৭ মার্চ) বিকালে মুড়াপাড়া সরকারী কলেজ মাঠে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ।আলোচনা সভা জনসমুদ্রে রূপ নেয়। সভায় হাজার হাজার মানুষ জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু,জয় শেখ হাসিনা, জয় গোলাম দস্তগীর গাজীসহ নানা শ্লোগান দেয়।
রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন- পৌরসভা এবং ওয়ার্ড থেকে মানুষ আনন্দ মিছিল নিয়ে মুড়াপাড়ায় উপস্থিত হয়।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক,এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,সহ-সভাপতি ইঞ্জি শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন ,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাইম ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, মান্নান মুন্সি, আবুল হোসেন, হাসান আশকারী, গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক মাছুমসহ অনেকে।